সকাল নারায়ণগঞ্জঃ
জেলা আইনজীবীদের সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম শামসুজ্জোহার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
বুহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে সংগঠনের নেতৃবৃন্দরা এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মো. এডঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এডঃ বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি
এডঃ মো. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এডঃ মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এডঃ আবুল বাসার রুবেল, লাইব্রেরি সম্পাদক এডঃ মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক এডঃ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডঃ ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক এডঃ হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এডঃ নূসরাত জাহান তানিয়া, সদস্য এডঃ আসাদুল্লাহ সাগর, এডঃ আজিম ভূঁইয়া, এডঃ তামরুল হাসান, এডঃ দোলোয়ার হোসেন ও এডঃ কামরুননেছা সুবর্ণা।