সকাল নারায়ণগঞ্জ :
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিকায়ন নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “Establishment of Digital Land Management System (EDLMS) Project (১ম সংশোধিত)” এর আওতায় এক গুরুত্বপূর্ণ দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সচেতন করা এবং জরিপ চলাকালীন সময়ে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্মসচিব, প্রকল্প পরিচালক (EDLMS) ও পরিচালক জনাব মো: মোমিনুর রশীদ।
সেমিনারে EDLMS প্রকল্পের বিভিন্ন দিক যেমন— প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, আধুনিক ভূমি জরিপ পদ্ধতি, ডিজিটাল ম্যাপিং, জমির তথ্য ডিজিটাল ডেটাবেইসে অন্তর্ভুক্তিকরণ, নাগরিকসেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার— ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপনা করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেন এবং চলমান জরিপ কার্যক্রমে যে সকল সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা তুলে ধরেন। এর মধ্যে কিছু সাধারণ সমস্যা ছিল— জমির সীমানা নির্ধারণে জটিলতা, নাগরিকদের তথ্য ঘাটতি, জরিপ কাজে স্থানীয় সহায়তার অভাব ইত্যাদি।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণকারীদের উত্থাপিত বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা উল্লেখ করেন, মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরও বিস্তৃত ও ধারাবাহিক প্রচার কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন, যাতে সাধারণ জনগণ জরিপ কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন। একইসাথে, স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার মাধ্যমে জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া, নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সেবা গ্রহণে কোনো ভোগান্তি না হয়। সর্বোপরি, জরিপ কাজে প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করার আহ্বান জানানো হয়, যাতে কার্যক্রম আরও কার্যকর, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা যায়। এই দিনব্যাপী সেমিনারটি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতিনিধি।