সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
মঙ্গলবার (২০ মে) জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞর নির্দেশনায় ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণে অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ, বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
এ অভিযান নাগরিকদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।