1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই(নিঃ) মোঃ সোহেল মিয়া, এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে সোমবার (১৯ মে) দিবাগত রাত পৌনে ৩টার সময় গাউছিয়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া সাকিনস্থ মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়া (৩০) এর গোয়াল ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় আটক করে। এসময়ে ঘটনাস্থল উপস্থিত মাদক কারবারি মোঃ ইব্রাহিম বাবু (২৮) ও মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকার মুকুল ওরফে মকবুল মিয়ার ছেলে মোঃ ইউসুফ মিয়া(৩০)।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়া (৩০) তার গোয়াল ঘর হতে  নিজ হাতে ১৩ (তের) পুটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার প্রতি পুটলাতে ৪ (চার) কেজি মোট ওজন (৪*১৩)= ৫২ (বায়ান্ন) কেজি, মোট অবৈধ বাজার মূল্য (৫২*৩০,০০০)= ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা এবং ৩ টি পাটের তৈরী বস্তার ভিতর রক্ষিত মোট ৫২০ (পাঁচশত বিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, মোট অবৈধ বাজার মূল্য (৩,০০০*৫২০)= ১৫,৬০,০০০/- (পনের লক্ষ ষাট হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ গাঁজা এবং ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ ইব্রাহিম বাবু (২৮) ও মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, রূপগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে । 

উল্লেখিত, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীরা পরস্পরের সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল জ্ঞাতসারে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধ করেছে বিধায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL