সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান চালানো হয়। দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়, পাশাপাশি পাসপোর্ট জব্দ করা হয় ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (২০ই মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে দালালদের উৎপাত ও অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাসপোর্ট অফিসের আশেপাশে সক্রিয় দালালচক্রের তৎপরতা নজরদারি করা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী দুই দালালকে আটক করে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া একটি জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত পাসপোর্ট জব্দ করা হয়।
গতকালের অভিযানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা অবৈধ দোকান ও বসবাসের কাঠামো অপসারণ। ভ্রাম্যমাণ আদালত অবৈধ দোকান মালিকদের এক সপ্তাহের মধ্যে স্থান খালি করার নির্দেশ দেয়। পাশাপাশি, সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) দিয়ে ভেঙে ফেলা হয়।
জেলা প্রশাসক জানান, “পাসপোর্ট সেবাকে দালালমুক্ত ও স্বচ্ছ করতে নিয়মিত অভিযান চলবে। নাগরিকদের সেবা নিশ্চিত করতে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদেরও আইনের সহায়তা নিয়ে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।