সকাল নারায়ণগঞ্জ :
আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে জালকুড়ি পশ্চিম পাড়া রাব্বানী নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজ্বী শাহানুর হোসেন শুক্কুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে প্রথম আমি এখানে আসলাম। এখানে যারা ছাত্র যুবক রয়েছে তারা মননশীল। যারা এখানে উপস্থিত আছেন সকলেই জানেন, গত ১৬ বছর একটি ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দেশের প্রতিটি সেক্টর, প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ৫ আগষ্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট পালিয়ে গেছে। এখন আমাদের করনীয় হচ্ছে, এ বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তোলা। এজন্য আমাদের সম্পদ, পরবর্তী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, স্বৈরশাসক পালিয়ে গেছে কিন্তু চোর বানিয়ে গেছে। চোর, ডাকাত, মাস্তান বানিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মাদকের ব্যবসা ছড়িয়ে দিয়ে যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। মাদককে না বলতে হবে, যারা এর সাথে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যদি দক্ষ, যোগ্য নেতৃত্ব হয় তাহলে দেশ ভালোভাবে চলবে আর যদি শেখ হাসিনার মত চোর-বাটপার হয় তাহলে দেশ খারাপ হবে এটাই স্বাভাবিক। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
ফাইনাল খেলায় আহিল স্পোর্টসকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রব্বানী নগর যুব সংঘ।
অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি কাউছার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি জিএম সাদরিল, এড. মাসুদুজ্জামান মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।