সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে বন্দর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৯ মে) এই অভিযানে ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর এলাকায় গৃহস্থালী পর্যায়ে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে গৃহস্থালী কাজে ব্যবহৃত প্রায় ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নকৃত লাইনগুলোর উৎসসমূহ সনাক্ত করে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও অপসারণ করা হয়: প্রায় ২২০০ ফিট দীর্ঘ ১” এমএস পাইপ ও ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করায় একজন বাসার মালিককে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই ধরনের অপরাধে আরেকজন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লিগ্যাল টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এই অভিযান অবৈধ গ্যাস সংযোগ রোধে প্রশাসনের চলমান তৎপরতার একটি অংশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।