1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
অ্যামা অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন বিলি আইলিশ - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার  ‎নারায়ণগঞ্জ বারের প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা উত্তর কমিটি গঠন বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান

অ্যামা অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন বিলি আইলিশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭১ Time View

সকাল নারায়ণগঞ্জঃ অনলাইন ডেস্ক :

সংগীত ক্যারিয়ারের দশ বছরের মাথায় দারুণ এক সাফল্য অর্জন করেছেন পুরস্কারকন্যা বিলি আইলিশ। ২৬ মে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে (অ্যামা) যে রেকর্ড গড়েছেন তা সংগীতের ইতিহাসে বিরল। 

অ্যামা অ্যাওয়ার্ড ২০২৫ আসরের বছরসেরা শিল্পী, অ্যালবাম, গানসহ সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে সবকয়টিতে বিজয়ের মালা বদলদাবা করার নজির গড়েছেন ২৩ বছর বয়সী এ আমেরিকান শিল্পী। তার পাওয়া অন্য পুরস্কারের ক্যাটাগরিগুলো হচ্ছে- ট্যুরিং আর্টিস্ট, ফিমেইল পপ আর্টিস্ট, পপ অ্যালবাম ও পপ সঙ। বর্তমানে তার সপ্তম অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফ্ট’ ট্যুরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তাতে কোনো আক্ষেপ নেই এ হার্টথ্রব গায়িকার। 

এই অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি ২০২২ ও ২০২৪ এর অস্কারসহ জিতেছেন ২১২ অ্যাওয়ার্ড। অ্যামা অ্যাওয়ার্ডের এই আসরে দুটি পুরস্কার জিতেছেন আরেক সুন্দরী গায়িকা বিয়ন্সে। কান্ট্রি উইমেন সিংগার ও কান্ট্রি অ্যালবাম ক্যাটাগরিতে এ দুটি পুরস্কার জেতেন তিনি। 

উপস্থাপক জেনিফার লোপেজের দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান বহু গুণী সংগীততারকা। অ্যামা ২০২৫ এর মঞ্চে আইকন অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী জ্যানেট জ্যাকসন গেয়েছেন তার জনপ্রিয় দুটি গান ‘সামওয়ান টু কল মাই লাভার’ ও ‘অল ফর ইউ’। সাত বছর পর কোনো টিভি অনুষ্ঠানে গান গাইলেন এ শিল্পী। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্যার রড স্টুয়ার্ট। অনুষ্ঠানে আরো গান গেয়েছেন ব্লেক শেলটন, বেনসন বুন, গ্লোরিয়া এস্তেফান, লেইনি উইলসন, গোয়েন স্টেফানি, রেনে র‌্যাপ, অ্যালেক্স ওয়ারেন প্রমুখ।

অ্যামার ৫১তম এ আসরে নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে চমক দেখিয়েছেন গ্রেইসি অ্যাব্রাম্স। বেনসন বুন, চ্যাপেল রোয়ান, শেবুজি, টেডি সুইম্স ও টমি রিচম্যানের মতো প্রতিভাবানদের পেছনে ফেলে এ পুরস্কার জেতেন তিনি। যৌথ অ্যালবাম ক্যাটাগরিতে ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য পুরস্কার পেয়েছেন লেডি গাগা ও ব্রুনো মার্স। এ ক্যাটাগরির অন্যতম দাবিদার ছিলেন ‘ফোর্টনাইট’-এর দুই শিল্পী টেলর সুইফ্ট ও পোস্ট মেলোনি। 

মিউজিক ভিডিও’র পুরস্কারও পেয়েছেন লেডি গাগা ও পোস্ট মেলোনি জুটি। মেইল পপ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন ব্রুনো মার্স। যদিও এ ক্যাটাগরির অন্যতম দাবিদার ছিলেন বেনসন বুন। মেইল কান্ট্রি আর্টিস্টের অ্যাওয়ার্ড নিয়েছেন পোস্ট মেলোনি। এ ক্যাটাগরিতে বাজিমাত করার আশা করেছিলেন শেবুজিও। মেইল হিপহপ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন র‌্যাপার এমিনেম। এ ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্রেইক, ফিউচার, কেন্ড্রিক ল্যামার প্রমুখ। ফিমেইল হিপহপ আর্টিস্ট হয়েছেন মেগান দি স্ট্যালিয়ন। তিনি পেছনে ফেলেছেন ডোয়েচি, গ্লোরিলা, ল্যাটো এবং সেক্সি রেডকে।  হিপহপ অ্যালবাম হিসাবে বিবেচিত হয়েছে এমিনেমের ‘দ্য ডেথ অব দ্য স্লিম শ্যাডি’। আর হিপহপ সঙ-এর পুরস্কার পেয়েছে কেন্ড্রিক ল্যামারের ‘নট লাইক আস’। 

মেইল ল্যাটিন আর্টিস্ট হয়েছেন ব্যাড বানি এবং ফিমেইল ল্যাটিন আর্টিস্টের পুরস্কার জিতেছেন বেকি জি। এ ক্যাটাগরির অন্যতম দাবিদার ছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। যদিও ফেভারিট ল্যাটিন সঙ-এর পুরস্কার পেয়েছে শাকিরার গাওয়া ‘সোলটেরা’ গানটি। রক সঙ হিসাবে পুরস্কার পেয়েছে আলোচিত দল লিঙ্কিন পার্কের ‘দ্য এম্পটিনেস মেশিন’। চার্লি এক্সসিএক্স-এর মতো সেনশেনকে হারিয়ে আকর্ষণীয় ড্যান্স আর্টিস্ট হিসাবে পুরস্কার পেয়েছেন লেডি গাগা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL