সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ফতুল্লা থানা উত্তর শাখার নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মুফতি ফজলুর রহমান।
রবিবার, ১৩ জুলাই দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসে। সভার শুরুতে ফতুল্লা থানার বিদায়ী সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তীতে মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর সাধারণ সম্পাদক ডা. আল আমিন রাকিব নবগঠিত কমিটি ঘোষণা করেন। এতে পুনরায় মাওলানা সিদ্দিকুর রহমানকে সভাপতি এবং মুফতি ফজলুর রহমান আরেফীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মাওলানা আহমদ ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী ও সহ-অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক।
সভায় নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
ফতুল্লা থানা উত্তর শাখার নবগঠিত এই কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।