সকাল নারায়ণগঞ্জঃ
প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থ “হাইকু” (জাপানি ছন্দরীতির আদলে বাংলা অণুকবিতা) কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নীচ তলায় অনুষ্ঠিত হয় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান। কাব্যগ্রন্থটির রচনায় ছিলেন,কাজী আবুল কালাম সাগর।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. মোঃ রাসেল প্রধান এর
সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সরকার হুম্ায়ন কবির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও বারের সাবেক সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও সিনিয়র আইনজীবি এড. আবু আল ইউসুব খান টিপু, সিনিয়র আইনজীবি এড. শ্যামল ঘোষ, এড. রাজিব মন্ডল, বারের রাইটার আবুল কালাম সাগর, এড. সালাঊদ্দিন সবুজ সহ প্রমূখ।
প্রসঙ্গত, প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থটি সকলের হাতে হাতে পৌছে দিয়ে তার বিনিময়ে আদায়কৃত অর্থ তার পরিবারের নিকট প্রদান করা হবে।