সকাল নারায়ণগঞ্জ:
মারকাযুল আবরার ইসলামিক এডুকেশনে ভর্তি চলছে। মারকাযুল আবরার আইডিয়াল মাদরাসা ও মারকাযুল আবরার আইডিয়াল মহিলা মাদরাসা ফতুল্লার গাবতলী এলাকায় অবস্থিত।
এখানে ইংলিশ ভার্সন প্লে-পঞ্চম, বাংলা ভার্সন প্রথম-ষষ্ঠ, বিশ্বমানের হিফযুল কুরআন, খতমি শিক্ষার্থীদের জন্য হিফয রিভিশন, কিতাব বালক: সিবইয়ান-হেদায়াতুন্নাহু, বালিকা: সিবইয়ান-হেদায়া।
এছাড়াও এখানে নিজস্ব পরিবহন ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত আইটি বেইজড ডিজিটাল ক্যাম্পাস, আবাসিক,অনাবাসিক ও ডে-কেয়ার থাকার সুব্যবস্থা রয়েছে।