নারায়নগঞ্জের ফতুল্লার কাশীপুর আদর্শ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ৷ ৪ সেপ্টেম্বর থেকে গ্রাম ভিওিক অস্ত্র বিহীন আনছার ভিডিপি মৌলিক প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে ৷
দশ দিন ব্যাপী এই মৌলিক প্রশিক্ষন কোর্সে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করে ৷
উক্ত মৌলিক ভিডিপি কোর্সে উপস্থিত ছিলেন খায়রুল আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়নগঞ্জ সদর আনসার ভিডিপি ৷
প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ , ফতুল্লা , সিদ্ধির গঞ্জ আনছার ভিডিপির ফাতেমা বেগম , রোকসানা বেগম ,নাদিরা পারভীন ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আনছার কমান্ডার হযরত আলী ও ইউনিয়ন দল নেতা তাওলাদ হোসেন ৷
এখানে উল্লেখ্য যে প্রশিক্ষনে অংশ গ্রহন কারী প্রত্যাক কে সম্মানী ও প্রশিক্ষন সনদ পএ বিতরন করা হবে ৷