সকাল নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে জনগণের সরাসরি ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী ডাঃ সেলিনা হায়াত আইভীকে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রব্রর্তী ও সাধারণ সম্পাদক এড্ হাসিনা পারভীন উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
তাঁর ব্যক্তিগত ক্যারিশমা, জনগণের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট পূরণে আন্তরিক প্রচেষ্টা ও নগরের উন্নয়নে কাজ করার জন্য তিনি তিন তিন বার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এ বিজয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নদী (শীতলক্ষা) ও বায়ু দূষণ রোধ করে পরিবেশের সুরক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসার প্রসার, covid-19 প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত সমাজ গঠন এবং নারায়ণগঞ্জের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষায় কাজ চালিয়ে যাবার জন্য সম্মানিত মেয়রের প্রতি নারায়ণগঞ্জ জেলা কমিটি বিশেষ অনুরোধ জানাচ্ছে।
সেই সাথে তাঁর কর্মময় জীবনের উত্তোরত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছে।