সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন এলাকা জলাবদ্ধতা নিরসন এবং পুলিশ লাইন হইতে পঞ্চবটি রাস্তা ও ফতুল্লা পোস্ট অফিস হইতে শিবু মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ ডিসি মহোদয় কে আজ ৪ ঠা সোমবার বিকাল ৪ টা BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা পক্ষ থেকে কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
এ সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবু হানিফ, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য এস এ বিপ্লব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় ডিসি জাহিদুল ইসলাম মিয়া বলেন আমরা উদ্যোগ নিয়েছি আপনারা দেখেছেন এগুলো কারো পক্ষে একা সম্ভব নয় সবাইকে এগিয়ে আসতে হবে এবং ধীরে ধীরে সবকিছু হবে আশ্বাস প্রদান করেন।