1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ ড. ইউনূসের এই সফর পতনের ঘন্টা বাজাবে : মোমিন মেহেদী নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব- আনন্দধামে বিচারপতি ডা: তারেক  দুর্গাপূজায় সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়াডে বিএনপির পক্ষ থেকে পূজার উপহার: যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে গড়তে: মাওলানা ফেরদাউসুর রহমান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২০২৫ পিআরের পক্ষের রাজনীতিকরা জনশত্রু : মোমিন মেহেদী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা

গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে আলোচনাসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুমন রেজা), বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাকসুদ ইবনে রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাইল আহম্মেদ শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা গোলাম মাওলা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সদস্যসচিব আহত জুলাই যোদ্ধা অদিতি ইসলাম, নারায়নগঞ্জের জুলাই যোদ্ধা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাসিমা সরদার, আহমেদ রবিন স্বপ্ন, ইফতি জিহাদ, জিসান।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু মানুুষের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মিলেনি। অনেকগুলো সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কোন সংস্কার কমিশন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ আসেনি। জীবন দিয়ে ছাত্র জনতা অভ্যুত্থান করলেও এখনও বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে অগণতান্ত্রিক পরিবেশ ও মব সন্ত্রাস চলছে। শিক্ষার বেতন ফি শিক্ষা উপকরণের দাম কমেনি। শিক্ষা বাণিজ্য, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ চলছে।


নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থানের পরে স্বাধীনতা বিরোধী চক্র একাত্তরের মুক্তিযুদ্ধের জায়গায় চব্বিশের গণ অভ্যুত্থানকে প্রতিস্থাপনের চেষ্টা করছে। সংবিধান বদল সেকেন্ড রিপাবলিকের দাবি তুলছে। ৫ আগস্ট ঢাকা বিশ^বিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর ঔদ্ধত্য প্রদর্শন করে। যা বাম ছাত্র সংগঠনের প্রতিরোধে প্রত্যাহার করা হয়।


নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। বর্তমান সরকার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের ৭১ এর চেতনা ও ২৪ এর আকাক্সক্ষায় গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যহত রাখতে হবে।


নেতৃবৃন্দ সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, একইপদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL