বড় ম্যাচের তকমা পাওয়া ম্যাচটা হেলাফেলার ম্যাচে রূপান্তরিত হবে কেউ ভাবেনি ভুলেও। দু’দলের খেলোয়াড়,কর্মকর্তা এমনকি খেলা দেখতে আসা নিরপেক্ষ দর্শকরাও এমন হবে ভাবতে পারেনি। তবে বোদ্ধা দর্শকরা বলেছেন, শীতলক্ষ্যার ছন্নছাড়া অবস্থার পিছনে মূলত তাদের কোচ মাকসুদ উল আলমের অনুপস্থিতিই বড় কারণ। তবে তাদের শুরুটা মন্দ যায়নি। কিন্তু ওপেনার শাহরিয়ারের তাড়াহুড়া দলটাকে ভোগাল ভালভাবেই।
ব্যাটিংএ ছন্দপতন সেই শুরু। কেউই সামাল দিতে পারেনি। তাসের ঘরের মত ভেঙ্গেছে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর ইনিংস। গতকাল (বৃহস্পতিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৫ম রাউন্ডের ২য় ম্যাচে রেইনবো এ্যাথলেটিক ক্লাব ৭ উইকেটে হারিয়ে শিরোপার খুব কাছে চলে এসেছে। সকালে টস জিতে রেইনবোর অধিনায়ক ধ্রæব শীতলক্ষ্যাকে ব্যাট করতে পাঠায়।
রেইনবোর স্পিনার আবু সাইদের ঘূর্ণিবলে শীতলক্ষ্যার ব্যাটসম্যানেরা চোখে শর্ষে ফুল দেখেছে। আবু সাইদ ২ রানে পান ৪ উইকেট। শীতলক্ষ্যার ওপেনার সোহান ফিরেন ২৬ রানে। শিহাব করেন ৮ রান। ২৩.২ ওভারে তাদের রান ৬৭/১০। আবু তাওযাম ৩টি এবং ইমন পান ২ উইকেট।
জবাব দিতে গিয়ে ১৩.৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ৬৮ রান তুলে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে রেইনবোর ছেলেরা। সজল আউট হন ২৭ রানে। আবু তাওয়াম করেন ১৪ রান। শীতলক্ষ্রার মোফাচ্ছেল,আমিনুল ও শাকিল ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ঃ ৬৭/১০(২৩.২ ওভার) সোহান-২৬,শিহাব-৮। অতিরিক্ত-৬। আবু সাইদ-৪/২,আবু তাওয়ামা-৩/১৩,ইমন-২/২০।
রেইনবো এ্যাথলেটিক ক্লাব-৬৮/৩(১৩.৫ ওভার) সজল-২৭,আবু তাওয়ামা-১৪। অতিরিক্ত-১২। মোফাচ্ছেল-১/১৫,আমিনুল-১/১৫,শাকিল-১/১৬।
পরবর্তী খেলা(২৬ ফেব্রæয়ারী) ঃ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)