সকাল নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।
সামবার (১৩ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন তারা।
এই দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকার, স্বতন্ত্র প্রার্থী অ্যাড. সুলতান মাহমুদ। মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন ও বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা।
কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, প্রার্থী শফিকুল ইসলাম শফিক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সবুজ শেখ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহসিন ভূইয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এইচ এম রাসেল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকিদ মোস্তাকিম শিপলু, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদুর রহমান জাভেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেন শাহ্, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রমজান হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, প্রার্থী ইসরাত জাহান স্মৃতি, ৭,৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার দিনা, ১০,১১ ও ১২ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাহবুবা আক্তার নুপুর, ১৭,১৮ ও ১৯নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জুয়েলি ভূইয়া।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।