সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের সময়সূচি। প্রতিযোগিতা শুরু ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে খুলনা ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে এবং চলবে প্রায় তিন সপ্তাহ ধরে।
প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়, এরপর বাকি ম্যাচগুলো সিলেটে। মোট ১৩ রাউন্ডে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান ভেন্যুগুলো হলো রাজশাহীর এসকেএস স্টেডিয়াম, বগুড়ার এসসিএস স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
গ্রুপ পর্বের শীর্ষ চার দল খেলবে নকআউট পর্বে, যা শুরু হবে ৩০ সেপ্টেম্বর সিলেটে। ৩ অক্টোবর সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
এই আসরকে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় ক্রিকেট লিগের সূচি-
রাউন্ড ১ (রাজশাহী ও বগুড়া ভেন্যু)
১৪ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – খুলনা বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৫ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – রংপুর বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)
১৬ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম রাজশাহী (এসসিএস, বগুড়া)
রাউন্ড ২ (রাজশাহী ও বগুড়া)
১৭ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – রংপুর বনাম চট্টগ্রাম (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – সিলেট বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
১৮ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম খুলনা (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – ঢাকা বনাম সিলেট (এসসিএস, বগুড়া)
১৯ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা মেট্রো (এসকেএস, রাজশাহী)
দুপুর ১:৩০ – রাজশাহী বনাম বরিশাল (এসসিএস, বগুড়া)
২০ সেপ্টেম্বর ২০২৫ – বিরতি ও ভ্রমণ
রাউন্ড ৩ (সিলেট)
২১ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – রংপুর বনাম ঢাকা
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম সিলেট
২২ সেপ্টেম্বর ২০২৫
সকাল ১০:০০ – চট্টগ্রাম বনাম বরিশাল
দুপুর ২:০০ – খুলনা বনাম রাজশাহী
২৩ সেপ্টেম্বর ২০২৫
সকাল ১০:০০ – রংপুর বনাম সিলেট
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – খুলনা বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – চট্টগ্রাম বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৫ সেপ্টেম্বর ২০২৫
সকাল ১০:০০ – রংপুর বনাম রাজশাহী
দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম বরিশাল
২৬ সেপ্টেম্বর ২০২৫
সকাল ১০:০০ – সিলেট বনাম চট্টগ্রাম
দুপুর ২:০০ – ঢাকা বনাম খুলনা
২৭ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – রংপুর বনাম বরিশাল (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম রাজশাহী (আউটার গ্রাউন্ড)
২৮ সেপ্টেম্বর ২০২৫
সকাল ৯:৩০ – চট্টগ্রাম বনাম ঢাকা (আউটার গ্রাউন্ড)
দুপুর ১:৩০ – খুলনা বনাম সিলেট (আউটার গ্রাউন্ড)
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ – বিশ্রাম ও অনুশীলন
নকআউট পর্ব (সিলেট)
৩০ সেপ্টেম্বর ২০২৫
দুপুর ১২:৩০ – টেবিল ৩ বনাম টেবিল ৪ (এলিমিনেটর)
বিকেল ৫:০০ – টেবিল ১ বনাম টেবিল ২ (কোয়ালিফায়ার ১)
১ অক্টোবর ২০২৫
বিকাল ৫:০০ – এলিমিনেটর ম্যাচের বিজয়ী বনাম কোয়ালিফায়ার ১ ম্যাচের পরাজিত দল
৩ অক্টোবর ২০২৫
বিকেল ৫:০০ – কোয়ালিফায়ার ১ এর বিজয়ী বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী (ফাইনাল)