সকাল নারায়ণগঞ্জঃ
২২ শে আগস্ট শুক্রবার নারায়ণগঞ্জ চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ড্রিংক এন্ড ডাইন এন্ড থাই চাইনিজ রেস্টুরেন্টে তৃতীয় তলা অনুষ্ঠিত BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ (প্রাক্তন) প্রফেসর মোহাম্মদ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। ফতুল্লা আল হিকমা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুসা কারিমুল্লা। কানাই নগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ সরকার দুলাল। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক জে আই খান আরিয়ান, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ডিএম মাইনুদ্দিন দেওয়ান। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকসানা ডলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনসুর উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মীরকাদিম পৌরসভার সাবেক প্যানেল মেয়র আসমা আক্তার।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আফসার আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কবির হোসেন, বন্দর থানা কমিটির সভাপতি ও এম এইচ মডেল ইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মেহতাব উদ্দিন, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহাতাব হোসেন, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর নিউজের সম্পাদক মিঠুন সর্দার এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ মাশরুর পারভেজ রাফি, মাসুদ মাহতাব, শেখ রাইঈয়ানা রেজা তানিশা, মোঃ হাসান রোহানী জিহাদ, আনিসুর রহমান আনিস, শাহরিয়ার হাসান মৃধা রাতুল,এসে আরা খন্দকার,সামিরা সিদ্দিকী, মোঃ ইখলাছ মিয়া, মোঃ জাভেদ নাছিম , নারায়ণগঞ্জ এনায়েত নগর ইউনিয়নে মহিলা মেম্বার মনোয়ারা বেগম লিপি,আলভি, কাজী সফিউল আলম কালাম,কবি এস এ বিপ্লব,কবি নাজমুল,শাহ জালাল, মোঃ হামিদুর রহমান শাওন, মোঃ তাজুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধক মোমেন ইসলাম বলেন আমরা প্রতিবছর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করি এবং বছরে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আমরা বিভিন্ন রকমের আয়োজন এর মধ্য দিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান সহ সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে থাকে দোয়া করবেন আমরা যেন এই সংগঠনের পক্ষ থেকে সব সময় মানুষের কল্যাণে পাশে থাকতে পারি।