সকাল নারায়ণগঞ্জ:
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের দ্বিতীয় দিনে দুপুর ২ টা থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর তত্ত্বাবধানে ইফতার সামগ্রী উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম।
নারায়ণগঞ্জ হাজীগঞ্জ ফেরিঘাট, হাজিগঞ্জ তল্লা সাধারণ পাঠাগার, ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকার মধ্যে উপহার প্যাকেটগুলো বিতরণ করা হয়েছে।
রমজানের এক মাসব্যাপী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশে বিভিন্ন জেলা থানা এবং ওয়ার্ড ভিত্তিক একের পর এক কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।