সকাল নারায়ণগঞ্জঃ
নূরকে আহত বা বীর মুক্তিযোদ্ধাদেরকে আটকের ঘটনা নব্য ফ্যাসিজমের আস্ফালন বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ৩০ আগস্ট সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘নব্য ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তির প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে কি আমরা নব্য ফ্যাসিস্টদের হাতে তুলে দিতে একের পর এক আন্দোলন-সংগ্রাম-গুম-নিপীড়ন-নির্যাতিত হয়েছি? ২০১৮ সালে গুমের শিকার হয়েছি ছাত্র-যুব-জনতার পক্ষে কথা বলার অপরাধে। আর এখন হুমকি দেয়া হচ্ছে ছাত্র-যুব-জনতার অধিকারের পাশাপাশি স্বাধীনতা-স্বাধীকার-সংবিধান নিয়ে কথা বলায়।
সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী দেশের চলমান রাজনীতির নামে অপরাজনীতির নিন্দা জানিয়ে বলেন, কথায় কথায় আজ যারা রাজনীতিকে কলুষিত করছে, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় যেখানে সেখানে নূরুল হক নূরের মত রাজনীতিকরা আহত হচ্ছে, মবের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিকদেরকেও নির্যাতন করে ‘সন্ত্রাস বিরোধী আইন’-এর আওতায় পুলিশের হাতে তুলে দিচ্ছে। আমরা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা বন্ধের জন্য নতুনধারার রাজনীতি করছি। চাই আত্মনির্ভরশীল দেশ গড়াতে।