সকাল নারায়ণগঞ্জঃ
খানপুরের ক্রীড়াঙ্গনে আবারও বেজে উঠছে ফুটবলের বাঁশি। টানা ৬ বছর ধরে সফলভাবে আয়োজনের পর এবার সপ্তম আসরে পদার্পণ করছে জনপ্রিয় “খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ” (KFPL)। আসছে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর তারিখে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এ আসর, যেখানে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানটান উত্তেজনা আর দারুণ সব চমক।
প্রতিবারের মতো এবারে অংশ নিচ্ছে ৮টি সেরা দল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো – Football Giants, Great One, King Squad, Thunder Attack সহ আরো শক্তিশালী দল। প্রতিটি দলই সমর্থক আর ভক্তদের প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে মাঠে নামবে, আর তাই প্রতিটি ম্যাচই হবে একেকটি ফাইনালের মতো।
স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে KFPL শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি একটি উৎসব। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাজারো দর্শকে, যারা উল্লাস আর সমর্থনে ভরিয়ে তোলেন খেলোয়াড়দের মনোবল। আর এই সিজন ৭-এ আয়োজক কমিটি জানিয়েছে, থাকছে এমন সব নতুন আয়োজন ও চমক যা আগে কেউ ভাবেনি।
ফলে সমর্থকদের জন্য এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর। খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ কেবল খেলার প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রতিভাদের স্বপ্ন পূরণের মঞ্চ। এখান থেকে অনেক খেলোয়াড় স্থানীয় পর্যায়ে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।
আয়োজকরা আশাবাদী, এবারের আসরও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। ২৩ থেকে ২৫ অক্টোবর—টানা তিন দিন ধরে খানপুর মেতে উঠবে ফুটবল উৎসবে। দর্শকদের কাছে আহ্বান, প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে আসুন এবং একসাথে উপভোগ করুন খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ সিজন ৭-এর মহোৎসব।