(মঙ্গলবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ এর ৩য় দিনের খেলায় ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ণ হয়েছেন হাবিবুর রহমান সোহেল।
৫.৫ পয়েন্টে টাইব্রেকিং এ ২য় হয়েছেন নাজমুল আহমেদ এবং ৫.৫ পয়েন্ট পেয়ে ৩য় হেেছন মোঃ আবু হানিফ। জুনিয়র খেলোয়াড়দের উৎসাহ প্রদানে বিশেষ পুরস্কার বিভাগে ৪ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন মোঃ রিয়াদ রহমান।
৩ পয়েন্ট পেয়ে ২য় হয়েছেন সিদরাতুল মুনতাহা এবং ২ পয়েন্ট পেয়ে ৩য় হয়েছেন শেখ নুর রাইয়ান আনাস। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ¦ খবির আহমেদ। আনজুমান আরা আকসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি খন্দকার শাহ আলম,অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির,সিরাজ উদ্দিন আহমেদ মোঃ আসলাম,মাহবুবুল হক উজ্জল,ফিরোজ মাহমুদ সামা,আতাউর রহমান মিলন,রফিকুল হাসান রিপন,ক্রীড়া অফিসার হীরা আক্তার প্রমুখ।