বড় পর্দায় ফিরবেন বলিউড তারকা শাহরুখ খান। আর এবার তিনি ভক্তদের হতাশ করবেন না। উপহার দেবেন ‘হিট’ ছবি। টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বলিউডের এই বাদশাহ। শাহরুখের টুইটারের দেয়াল আপাতত ভক্তদের প্রশ্ন আর শাহরুখের উত্তরে ভরে গেছে।
৫৩ বছর বয়সী শাহরুখ খান জানিয়েছেন, তিনি কিছু স্ক্রিপ্টের ওপর কাজ করছেন। আর ‘জিরো’র বক্স অফিস এবং সমালোচকদের কাছে শূন্য পাওয়ার পর তিনি এবার ব্যবসাসফল ছবি নিয়ে পুরোনো শাহরুখের মতোই ফিরতে চান। সবকিছু চূড়ান্ত হলে নিজেই ভক্তদের জানিয়ে দেবেন। কিন্তু ভক্তদের আগ্রহ তো তুঙ্গস্পর্শী। একজন জানতে চাইলেন, কোন ধরনের ছবি নিয়ে ফিরবেন তিনি? শাহরুখ তাঁর রসবোধ প্রয়োগ করে জবাব দিলেন, ‘হিট ধরনের’।
বিভিন্ন ধরনের ছবি নিয়ে কম চেষ্টা করেননি শাহরুখ। পরপর বেশ কয়েকটি ছবি আশানুরূপ ব্যবসা করতে না পারায় শাহরুখের সব মনোযোগ কেবল ‘হিটে’র ওপর। ‘ধুম’ সিরিজের পরবর্তী ছবি ‘ধুম ফোর’ ছবিতে শাহরুখের থাকা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে। গুজব রটেছে, শাহরুখ ফিরবেন ‘ধুম ফোর’ নিয়ে। এর সত্যতা নিয়ে জিজ্ঞেস করা হলে শাহরুখের রসাল জবাব, ‘আমিও গণমাধ্যমের কাছ থেকে এমনটাই শুনছি। কিন্তু আমি নিজেই জানতাম না। আমি আগে জেনে নিই, তারপর না হয় জানাব?’
গত শুক্রবার মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘জোকার’দেখেছেন কি না, জানতে চাইলে শাহরুখ জানান যে তিনি দেখেছেন। জোকিন ফিনিক্সের অভিনয় নিয়ে শাহরুখ মন্তব্য করেন, ‘দুর্দান্ত। তিনি জোকারের ভূমিকায় অভিনয় করেননি, জোকার হয়ে উঠেছেন। এই অভিনয়ের তুলনা নেই, নীরবে চিৎকার করতে পেরেছেন তিনি।’
দীর্ঘদিন ধরে আত্মজীবনী লিখছেন শাহরুখ খান। ভক্তদের কাছে প্রতিজ্ঞা করলেন, দ্রুতই বই লিখে শেষ করবেন। নাম ‘নেক্সট লং আউটডোর’। কীভাবে বোকার মতো আহত হয়েছেন শাহরুখ? এক ভক্তের এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, একবার নাকি উটের পিঠ থেকে লাফিয়ে পড়ে নিজের কোমর ভেঙেছিলেন। এর চেয়ে বোকামি নাকি আর হয় না। এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তাঁর প্রিয় সকালের নাশতা ব্ল্যাক কফি।
অন্যদিকে প্রথমবারের মতো নেটফ্লিক্সে দেখা দেবেন শাহরুখ খান। ২৫ অক্টোবর তাঁকে দেখা যাবে ‘ডেভিড লেটারম্যান শো’তে। প্রোমোতে দেখা যায়, শাহরুখ খানকে পরিচয় করিয়ে দিতে এই প্রখ্যাত মার্কিন টিভি সঞ্চালক, কমেডিয়ান, লেখক এবং প্রযোজক বলেন, ‘আমার এবারের অতিথির কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি এই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী।’ এরপর শাহরুখ খান প্রবেশ করলে সামনে বসা দর্শক হাততালি দিয়ে চিৎকার করে অভিবাদন জানান। তখন ডেভিড লেটারম্যান বলেন, এভাবে এর আগে এই শোতে দর্শক কাউকে ‘এত বড়’ অভিবাদন জানাননি।
প্রোমোতে আরও দেখা যায়, ঈদের দিন সকালে শাহরুখের ‘মান্নাত’ নামের বাসভবনের সামনে ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন শাহরুখ খান। আর পাশেই দাঁড়ানো ডেভিড লেটারম্যান। এরপর দেখা গেল, শাহরুখ রান্নাঘরে ডেভিড লেটারম্যানের জন্য ইতালীয় খাবার রান্না করছেন। আর সবজি কেটে তাঁকে সহযোগিতা করছেন স্বয়ং ডেভিড লেটারম্যান। প্রোমোর শেষে দেখা যায়, ডেভিড লেটারম্যান বলছেন, ‘এর আগে কখনোই এত মজা হয়নি।’