ছন্নছাড়া এক দলে রূপান্তরিত হয়েছে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। হাল ধরার মাঝিবিহীন তরী বন্দরে ভিরবেনা এটাই স্বাভাবিক।
কোচ মাকসুদের অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে। দলের খেলোয়াড়দের মধ্যে গাছাড়াভাব। সর্বোপরি মাঠে তাদের শরীরিভাষা বলে দিচ্ছে দল হারলেও তাদের কষ্ট লাগবে না। ১৯১ রান করেও তারা ম্যাচ হারলো ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবের কাছে।
গতকাল (রবিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৫ম রাউন্ডের ৩য় ম্যাচে ইসদাইর চন্দা জিতেছে ৩ উইকেটে। সকালে টস জিতে প্রথমে ব্যট করে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ৪৭ ওভারে ১৯১ রানে সবাই আউট হয়ে যায়।
ইসদাইর চন্দার পেসার ফারদিনের ৫ উইকেট বেশ ভুগিয়েছে শীতলক্ষ্যাকে। মুন্না একপ্রান্ত ধরে রেখে ভালই খেলছিলেন। ৭০ রানে রানআউট হয়ে গেলে বড় ইনিংসের স্বপ্ন দেখা শেষ হয়ে যায়। ফজলে রাব্বি তাকে কিছুটা সময় দিয়েছেণ। রাব্বি ফিরেন ৩০ রানে। অধিনায়ক আলী মীর করেন ১৫ রান। াারিফুল নয়ন আউট হন ১৫ রানে। রায়হান ফিরেন ১২ রানে।
ইসদাইর চন্দার রাসেল পান ২ উইকেট। ১৯২ রানের টার্গেটে ঠান্ডা মাথায় খেলে বিজয়ের বেশে মাঠ ছাড়ে ইসদাইর চন্দা। জয়ের নেপথ্যের কারিগর হচ্ছেন ইসদাইর চন্দার কোচ ওমর ফারুক সোহাগ। প্রতিটি বলের নির্দেশনা দিয়ে খেলাচ্ছিলেন ব্যাটসম্যানদের।
সুবোধ বালকের মত তারা তা পালন করে বিজয়ী হয়। শাওন ফিরেন ৭১ রানে। রনি বেপারী ৪৭ রানে অপরাজিত থাকেন। জুবায়ের ফিরেন ১৬ রানে। শামিম আউট হন ১১ রানে। শীতলক্ষ্যার মুন্না পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ঃ ১৯১/১০(৪৭ ওভার) মুন্না-৭০,রাব্বি-৩০,মীর-১৫,নয়ন-১৫,রায়হান-১২। অতিরিক্ত-১৯। ফারদিন-৫/২৮,রাসেল-২/৪০।
ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব-১৯২/৭(৪৬.১ ওভার) শাওন-৭১,রনি বেপারী-৪৭,জুবায়ের-১৬,শামিম-১১। অতিরিক্ত-১৭। মুন্না-২/২১।
আজকের খেলা ঃ সাহারা ক্রিকেট ক্লাব ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)