চার ম্যাচে চার জয়। যাদের নিয়ে ভরসা করেনি শীতলক্ষ্যার কর্ণধাররা। তারাই এখন লীগ শীর্ষে। শক্তিশালী টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমীকে ৩ উইকেটে পরাজিত করে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী প্রতিদ্বন্ধি রেইনবোকে চোখ রাঙাচ্ছে।
গতকাল (মঙ্গলবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ১৩তম দিনের খেলায় টার্গেট গ্রæপ অধিনায়ক নাজমুল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। শুরুটাই তাদের ভাল হয়নি। শাহরিয়ার তামিম, রানা খান,আদিব ঢালীরা ভুল করলে দলের রান কোথায় ঠেকত তা বলা অসম্ভব ছিল। তামিম ফিরেন ২৫ রানে। রানা খান করেন ২৪ রান। আদিব আউট হন ২২ রানে। আরজু ফিরেন ১৩ রানে এবং নাজমুল ও সেপু করেন ১১ রান।
শীতলক্ষ্যার পেসার আমিনুল ৪টি এবং শিহাব পান ৩ উইকেট পান। ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্ষণে ক্ষণে খেলার দিক পরিবর্তন হচ্ছিল। উত্তেজনা দুই টেন্টে ছড়িয়ে পড়ে। ৪৪.৫ ওভারে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ৭ উইকেটে ১৪৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে। মিডলঅর্ডারে শিহাব ধৈর্যের পরিচয় দেন। ৪৩ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান। আশরাফুল ফিরেন ২৭ রানে। সোহান করেন ২৫ রান। রানা খান পান ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমী ঃ ১৪৩/১০(৪০.৫ ওভার) শাহরিয়ার তামিম-২৫,রানা খান-২৪,আবিদ ঢালী-২২,আরজু-১৩,নাজমুল-১১,সেপু-১১। অতিরিক্ত-২৫। আমিনুল-৪/৩৩,শিহাব-৩/১০।
শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী-১৪৪/৭(৪৪.৫ওভার) শিহাব-৪৩,আশরাফুল-২৭,সোহান-২৫। অতিরিক্ত-১৮। রানা খান-৩/৩১।
আজকের খেলা ঃ এমএমএস ক্রিকেট একাডেমী ও শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)