1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নীট কনসার্ণ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২১-২২ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও রাইফেল ক্লাব জিতেছে - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  সকাল নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে দিপা হাসেম এর জন্মদিনে শুভেচ্ছা বন্দরে আতাউর রহমান মুকুলের ওপর  হামলা, এড. মতিনের তীব্র নিন্দা এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির

নীট কনসার্ণ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২১-২২ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও রাইফেল ক্লাব জিতেছে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১১৯ Time View

  • সকাল নারায়ণগঞ্জঃ
  • গতকাল(বুধবার) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাহফুজ রাব্বির বোলিং তোপে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর কাছে ৬ উইকেটে পরাভূত হয়েছে সামসুজ্জোহা স্মৃতি একাদশ। দিনের অন্য ম্যাচে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে প্যারাবোলা মেথডে রাইফেল ক্লাব ৭৫ রানে হারিয়েছে কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাবকে। ফতুল্লায় টস জিতে সামসুজ্জোহা স্মৃতির অধিনায়ক প্রথমে ব্যাট করতে নেমে ২৫.৫ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট।

    নবিন ফিরেন ১৭ রানে। পারভেজ করেন ১২ রান। ইকবাল বাবু আউট হন ১১ রানে। অতিরিক্ত থেকে প্রাপ্ত ১৩ রানে দাঁড়ায় ৭৭ রান। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর মাহফুজ রাব্বি ৪ টি এবং আলমগীর পান ২উইকেট। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলে জিতে নেয় ম্যাচ। জিসান ফিরেন ১৯ রানে। রায়ান রাফসান করেন ২৭ রান।

    উইকেট কিপার রইচউদ্দিন করেন ২২ রান। সামসুজ্জোহা স্মৃতির শাহাদত রাজিব পান ২ উইকেট। দিনের অন্য খেলায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ৭৫ রানে(প্যারাবোলা ম্যাথডে) হারিয়েছে কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করে টেলঅর্ডারের ব্যাটে রাইফেল ক্লাব ৫০ ওভারে ২৩০ রান তোলে। নাদিম ও সাজিদ জুটিতে রান আসে ৮২ রান। নাদিম অপরাজিত থাকেন ৬৩ বলে ৩ ছয় ও ৩ চারে ৫৩ রানে। সাজিদ ফিরেন ১ ছয় ও ২ চারে ৩২ রানে। উইকেট কিপার আউট হন আমান আউট হন ৩৩ রানে। অধিনায়ক মাসুম ফিরেন ৩১ রানে। সৈকত করেন ১৪ রান।

    কেসি এ্যাপারেলস’র আলআমিন পান ৩ উইকেট। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রæত ২ উইকেট হারায় কেসি এ্যাপারেলস। মারুফ-রিফাত জুটি খেললেও তাদের খেলা ছিল শ্লথ গতির। এদিকে হঠাৎ করেই আকাশে মেঘ দেখা যায়। নড়েচড়ে উঠে কেসির কর্মকর্তারা। ততক্ষণে অনেকটা পিছিয়ে কেসি এ্যাপারেলস। ২৭.২ ওভারে তাদের স্কোর ৮৭। বৃষ্টি নামে বেশ জোড়ে। আম্পায়ারদ্বয় মাঠ ছাড়েন। ভেসে যায় মাঠ। খেলা বন্ধ হয়। এবার হিসেবে নিকেশের খেলা। প্যারাবোলা মেথডে হিসেব করে দেখা যায় অনেকটা পিছিয়ে কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব। ৭৫ রানে ম্যাচ জিতে নেয় রাইফেল ক্লাব।

    সংক্ষিপ্ত স্কোর ঃ সামসুজ্জোহা স্মৃতি একাদশ ঃ ৭৭/১০(২৫.৫ ওভার) পারভেজ-১২, নবিন-১৭,ইকবাল বাবু-১১। অতিরিক্ত-১৩। মাহফুজ রাব্বি-৪/৩৪,আলমগীর-২/১১।

    নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ঃ ৮১/৪(১৮.৪ ওভার)রায়ান রাফসান-২৭,রইচউদ্দিন-২২,জিসান-১৯। অতিরিক্ত-১। শাহাদাত রাজিব-২/২৫।

    নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ঃ ২৩০/৮(৫০ ওভার) নাদিম-৫৩,আমান-৩৩,নুরুজ্জামান মাসুম-৩১,সাজিদ-৩২। অতিরিক্ত-৩৭। আল আমিন-৩/৩১।

    কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব ঃ ৮৭/৪(২৭.২ ওভার) মারুফ-৩৫,রিফাত-৩২,নুর মোহাম্মদ সোহাগ-১০। অতিরিক্ত-১। রাব্বি-২/১৪।

    আরও সংবাদ
    © ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
    DEVELOPED BY RIAZUL