সকাল নারায়ণগঞ্জঃ
অসাধারণ ব্যাটিং। দলের বিপদে কিভাবে হাল ধরে জেতানো যায় তার দৃষ্টান্ত দেখালো ২য় বিভাগ বাছাই ক্রিকেটে চ্যাম্পিয়ণ হয়ে ২য় বিভাগ লীগে উত্তীর্ণ হওয়া বাবুল ক্রিকেট একাডেমীর সুব্রত কুমার মোহান্ত। সকালে টস জিতে নবাগত ইসমাইল বাবুর ক্রিকেট একাডেমীর অধিনায়ক ব্যাট করতে পাঠায় পাইকপাড়া ক্রিকেট একাডেমীকে। ৩৯.১ ওভারে তারা ১৫১ রানে আউট হয়ে যায়।
ওপেনার ফাহিম ৬ চার ও ১ ছক্কায় আউট হন ৪৩ রানে। ওয়ানডাউনে নামা হেলাল খেলেছেন দৃঢ়তার সাথে। ৫ চার ও ১ ছয়ে ফিরেন ৪৭ রানে। শাহরিয়ার আউট হন ১৪ রানে ২ ছক্কায়। ইসমাইল বাবুলের জয় ৪টি,খালেদ সাইফুল্লাহ ৩টি এবং নাফিউজ্জামান রবি ২টি করে উইকেট দখল করেন। ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় দুকতে থাকে। ততক্ষণে সুব্রত ক্রিজে।
সঙ্গ দেন উইকেট কিপার সোয়ান সাকিন। ৬ষ্ঠ উইকেট জুটিতে তরা করেন ৭৩ রান। এ রানের সুবাধেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবুল ক্রিকেট একাডেমী। সুব্রত ২ ছক্কা ও ৪ চারে আউট হন ৫৩ রানে। মুন্না ফিরেন ১৩ রানে। সোয়ান সাকিন অপরাজিত থাকেন ২৬ রানে ২ চার ও ১ ছয়ে। খালেদ সাইফুল্লাহ করেন ১২ রান।
সংক্ষিপ্ত স্কোর ঃ পাইকপাড়া ক্রিকেট একাডেমী ঃ ১৫১/১০(৩৯.১ওভার) হেলাল-৪৭,ফাহিম-৪৩,শাহরিয়ার-১৪। অতিরিক্ত-১৯। জয়-৪/২৩,খালেদ সাইফুল্লাহ-৩/২৩,নাফিউজ্জামান রবি-২/৩৩।
ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী ঃ ১৫২/৬(৩২.১ ওভার) সুব্রত কুমার মোহান্ত-৫৩,সোয়ান সাকিন-২৬,মুন্না-১৩,সাইফুল্লাহ-১২। অতিরিক্ত-২৫। ইয়াসিন-২/৩১,মেহেদী হাসান-২/৩২।
আজকের খেলা ঃ ইসদাইর সূর্যোদয় সংসদ ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট এ