সকাল নারায়ণগঞ্জঃ
সাকিব বারবারই ব্যর্থ হচ্ছে টপঅর্ডার। দেশে-বিদেশে সব জায়গাতে একই অবস্থা দলের। এটি নিয়ে কথাও কম হচ্ছে না। সমাধানের পথ বের হচ্ছে না কিছুতেই। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশ দলের ব্যাটারদের টেকনিকে অনেক সমস্যা।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর সাকিব বললেন, ‘সবারই টেকনিক্যালি অনেক সমস্যা আছে। আমি তারপরও দলের পারফরম্যান্সে খুশি। এর চেয়ে বেশি প্রত্যাশা করারও ছিল না। তবে এখানে অনেক ভালো কিছু করার সুযোগ আমরা হারালাম। আমাদের সক্ষমতা ছিল।’
ব্যাট হাতে সাকিব দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। তিন নম্বর ফিফটি এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। ব্যাটিং ইউনিটে বলার মতো আর স্কোর নেই। টপঅর্ডারে ব্যর্থতার হতাশা লুকাননি সাকিব। অকপটেই বলেছেন সমস্যা কোথায়।
সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বাজে ফর্ম নিয়ে সাকিব বললেন, ‘আমার মনে হয় না এখন এই আলোচনা করাটা ঠিক হবে, একটা ম্যাচ শেষ হবার পর।’
তৃতীয় দিনেই জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের সকালটা ছিল আনুষ্ঠানিকতার। সেটি সারতে একদমই সময় নেননি জন ক্যাম্পবেল ও জারমেইন ব্লেকউড। ৩০ মিনিটের মধ্যে তুলে নেন ৭ উইকেটের জয়।
৯ রানে তিন উইকেট হারানোর পর ক্যাম্পবেল ও ব্লেকউড করেছেন দারুণ ব্যাটিং। ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষটায় হেসেখেলেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় চতুর্থ দিনে জয় থেকে ৩৫ রান দূরে ছিল ক্যারিবীয়রা। যা করতে লাগে আর ৭ ওভার।