সকাল নারায়ণগঞ্জঃ
জয় যাদের অধরা তারা পয়েন্ট তালিকায় কোথায় থাকবে এটা অনুমেয়। ক্রমশঃ তলানিতে দুর্ণিবার স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমে প্রথম বিভাহে টিকে থাকা প্রায় দুষ্কর হয়ে গেল তাদের।
গতকাল (সোমবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে তারা ৭৯ রানের বড় ব্যবধানে হার মানে শীতলক্ষ্যা ক্রিকে ক্লাবের কাছে। সকালে টস জিতে শীতলক্ষ্যার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪৭.৫ ওভারে সব উইকেট খুইয়ে তারা রান তোলে ২৪৮। একসময় মনে হয়েছিল শীতলক্ষ্যা দেড়শ রানের কোটা পার করতে পারবে কিনা। শেষের দিকে দুর্ণিবারের বোলাররা ভাল বল করতে পারেনি।
সুযোগ কাজে লাগায় শীতলক্ষ্যা। মিডলঅর্ডারে নামা মুন্না ৭ চার ও ৩ ছয়ে ফিরেন ৮২ রানে। ওপেনার শাহরিয়ার রুমি আউট হন ৩ চার ও ১ ছয়ে ৪০ রানে। কিপার শরিফ আউট হন ৪ চারে ২৭ রানে। আব্দুল্লাহ ১ চারে ফিরেন ২৫ রানে। ফাহিম ৩ চারে ১৯ এবং আল আমিন ১ চারে আউট হন ১৪ রানে। দুণিৃবারের মাহিন খান ৩টি ফাহিম ও জাহাঙ্গীর পান ২টি করে উইকেট। ব্যাট করতে নেমে বিরতিহীনভাবে উইকেট হারায় দুর্ণিবার।
শেষের দিকে নেমে মতিন সোহাগ ও ফয়জুল্লাহ ফাহিম কিছুটা হাত কুলে খেলার বদৌরতে রানের স্ফীতি পায়। সোহাগ ৫ চার ও ৩ ছয়ে ফিরেন ৫৫ রানে। প্রিন্স আউট হন ৩ চার ও ১ ছয়ে ৩৬ রানে। ফাহিম ৩ চার ও ২ ছয়ে আউট হন ২৬ রানে। ১৬৯ রানে দুর্ণিবারের সবাই আউট হন। শীতলক্ষ্যার আলী হোসেন মীর একাই ৫ উইকেট নিয়ে দুর্ণিবারের পরাজয় তরান্বিত করেন। রাকিব পান ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ঃ ২৪৮/১০(৪৭.৫ ওভার) মুন্না-৮২,রুমি-৪০,শরিফ-২৭,আব্দুল্লাহ-২৫,ফাহিম-১৯,আলআমিন-১৪। অতিরিক্ত-২২। মাহিন খান-৩/৪১,ফাহিম–২/২০,জাহাঙ্গীর-২/৪৬।
দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ঃ ১৬৯/১০(৩৫ ওভার) সোহাগ-৫৫,প্রিন্স-৩৬,ফাহিম-২৬। অতিরিক্ত-১৪। আলী হোসেন মীর-৫/৪০,রাকিব-৩/২৬।