সকাল নারায়ণগঞ্জঃ
ধর্ম প্রতিমন্ত্রী এড.শেখ মো.আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.মো.মোহিসীন মিয়া।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মরুহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় এই আইনজীবী নেতা বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে শেখ মো. আব্দুল্লাহ একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৬৬’র ছয় দফা আন্দোলন, ১৯৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭০’র সাধারণ নির্বাচনসহ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরো বলেন, শেখ আব্দুল্লাহর মতো একজন গুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।