সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
অভিযানকালে দুটি স্পটে অভিযান চালানো হয় এবং আনুমানিক ১০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। অভিযানে জব্দ করা হয় ১টি বুস্টার, ১টি মোটর ও ১টি হেডার।
প্রথম স্পটে অভিযান চালানো হয় ‘কাশপিয়ান সোয়েটার লিমিটেড’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি পূর্ব লামাপাড়া এলাকায় অবস্থিত। সেখানে ৩০০ কেজির ৩টি বয়লার এবং একটি ড্রায়ার ব্যবহার করে মোট ১,২০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ কিলিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয় এবং ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় অভিযান চালানো হয় ‘এমকে নীটওয়্যার’ নামের আরেকটি কারখানায়। একই এলাকার এই প্রতিষ্ঠানটিতে ১,০০০ কেজির ৩টি বয়লার ব্যবহার করে প্রায় ৩,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ মেলে। এখানেও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয় এবং ৮০,০০০ (অশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। গ্যাস অপচয় রোধ ও নিরাপদ ব্যবহারের লক্ষ্যে সকলকে বৈধ সংযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।