সকাল নারায়ণগঞ্জঃ
মহান স্বাধীনতা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নিতাইগঞ্জ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ হোসেন রাজা, আব্দুল হামিদ, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সহ সভাপতি মুর্শিদ আলম খান, ইফতি, যুবলীগ নেতা মোঃ মনির হোসেন, মোঃ সুমন, বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজি৭ক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান এবং বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সংসদের পক্ষে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হওয়া ইতিহাসের এক করুণ অধ্যায়ের স্মৃতি নিয়ে আসে ২৬শে মার্চ। সেই রাত থেকে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর একই বছরের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।