সকাল নারায়ানগঞ্জঃ
৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকার মিঠাই মিষ্টির দোকানের সামনে থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আলী আহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব-১০’র অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০’র একটি দল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে মোহাম্মদ মিন্টু মিয়াকে গ্রেফতার করে। এই সময় ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৪৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।