উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলো ক্রিকেট দর্শকরা। ৭৭ রানে অলআউট হয়ে যায় পাইকপাড়া। কিন্তু ক্যাচ ফেলে তার মাশুল গুণে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী।
১১ রানে থামে পাইকপাড়া ক্রিকেট একাডেমী। ৫০ ওভারে ১১২ রান। একেবারে সহজ টার্গেট হলেও ম্যাচ প্রায় হাতছাড়া করে ফেলেছিল ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী।
১ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা পাইকপাড়া ক্রিকেট একাডেমীকে।
গতকাল(রবিবার) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে ২০২২-২৩ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগ এর ১৯তম দিনের খেলায় সকালে টস জিতে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় পাইকপাড়াকে। পাইকপাড়া ১১১ রানে অলআউট হয়ে যায়।
মেহেদী ৩৮, সৈকত ২০ ও রানা করেন ১৩। জবাবে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী ১০৯ রানে ৯ উইকেট হারায়। দলের পক্ষে সুব্রত ৩৬,খালেদ ১৯,মুন্না ১৭,সাকিন ১৬ রান করেন। পাইকপাড়ার রানা ৩টি সাইফুল ও মেহেদী ২টি করে উইকেট পান। প্রায় জেতা ম্যাচ হাত থেকে ফসকে যায় পাইকপাড়ার। সুব্রত ছক্কার মারে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী। লীগে তারা এককভাবে শীর্ষে।