1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ লীগ শিরোপা ঘরে নিল রেইনবো এ্যাথলেটিক ক্লাব - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ লীগ শিরোপা ঘরে নিল রেইনবো এ্যাথলেটিক ক্লাব

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২১৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

 

সব ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ণ হলো রেইনবো এ্যাথলেটিক ক্লাব। অধিনায়ক এমইচ ধ্রæব ও আবু সাইদের ব্যাটের উপর ভর করে তারা ৬ উইকেটে হারিয়েছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে।

 

গতকাল (সোমবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৭ম রাউন্ডের তৃতীয় ম্যাচ হেরে লীগ শেষ করলো সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।

 

সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ২২২ রান তোলে ৪৮.১ ওভারে। প্রায় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন সিদ্ধিরগঞ্জের মাহবুর হোসেন। ৯৪ রানে তিনি কট বিহাইন্ড হয়ে ফিরেন। কাওসার ফিরেন ২৮ রান করে।

 

নাদির করেন ২৩ রান। সাব্বির ও আসাদুজ্জামান ১৯ রানে। সোহান ও সাজু আউট হন ১২ রানে। রেইনবোর তন্ময় ৪টি রাকিব ৩টি এবং আবু সাইদ ২টি করে উইকেট পান।

 

২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার দ্রæতই আউট হয়ে যায়। মাঠে নামেন অধিনায়ক ধ্রæব ও আবু সাইদ। এই জুটিতে রান আসে ১৬২ রান। আবু সাইদ দুর্ভাগ্যজনকভাবে ৮৩ রানে ফিরে যান। কিন্তু ধ্রæব সেঞ্চুরি তুলে নেন। ১০৩ রানে অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার। ইমন করেন ১৯ রান।

 

সজল ফিরেন ১৬ রানে। সিদ্ধিরগঞ্জের নিরঞ্জন,মাহবুর ও াাসাদুজ্জামান ১টি করে উইকেট পান। ৪ উইকেট খুইয়ে রেইনবো জয় নিয়ে মাঠ ছাড়ে। ।

সংক্ষিপ্ত স্কোর ঃ সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ঃ ২২২/১০(৪৮.১ ওভার) মাহবুর-৯৪,কাওসার-২৮,নাদির-২৩,সাব্বির-১৯,আসাদুজ্জামান-১৯,সোহান-১২,সাজু-১২। অতিরিক্ত-১৩। তন্ময়-৪/৪৩,রাকিব-৩/৪৮,াাবু সাইদ-২/৩৩।

রেইনবো এ্যাথলেটিক ক্লাব ঃ ২২৩/৪(৩৮.৪ ওভার) ধ্রæব-১০৩,আবু সাইদ-৮৩,ইমন-১৯,সজল-১৬। অতিরিক্ত-৮। নিরঞ্জন,মাহবুর ও আসাদুজ্জামান ১টি করে উইকেট পান।

আজকের খেলা ঃ এমএমএস ক্রিকেট একাডেমী ও সাহারা ক্রিকেট ক্লাব।

সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL