হাফ ছেড়ে বেচেঁছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী। ম্যাচ জিতেছে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। ৮ উইকেটে তারা হারিয়েছে সাহারা ক্রিকেট ক্লাবকে।
(শনিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৬ষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব জয়লাভ করায় রেলিগেশনের কবল থেকে ছাড় পেয়েছে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাহারা ক্রিকেট ক্লাব ৪৪.৩ ওভারে ১৪৮ রানে সবাই অলআউট হয়ে যায়। সাহারার রান দুশ’র কোটা অনায়েসে পার হওয়ার কথা। কিন্তু স্বপন ৫২ রানে আউট হয়ে গেলের সে আশা তিরোহিত হয়। রাব্বি আউট হন ২১ রানে। নাইম ফিরেন ১৭ রানে।
জাহাঙ্গীর করেন ১৪ রান। আতিক আগের ম্যাচে ভাল কররলেও এ ম্যাচে ফিরেন ১০ রানে। শীতলক্ষ্যার রনি ৫ উইকেট পান। তুষার পান ২ উইকেট। ১৪৯ রান। সহজ টার্গেট পায় শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। ওপেনার ফাহিম ও আরাফাত জুটিতে রান আসে ৭৫। আরাফাত ফিরেন ২০ রানে।
৪৮ রানে ফেরৎ আসেন ফাহিম। মাঠে নামেন আব্দুল্লাহ। রায়হান তাকে সার্পোট করেন। আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৩১ রানে। রায়হান অপরাজিত থাকেন ১৮ রানে। জাহাঙ্গীর পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ সাহারা ক্রিকেট ক্লাব ঃ ১৪৮/১০(৪৪.৩ ওভার) স্বপন-৫২,নাইম-১৭,জাহাঙ্গীর-১৪,আতিক-১০। রনি-৫/৩১,তুষার-২/২৯।
শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ঃ ১৫২/২(৩২.৪ ওভার) ফাহিম-৪৮,আব্দুল্লাহ-৩১,আরাফাত-২০,রায়হান-১৮। অতিরিক্ত-৩৬। জাহাঙ্গীর-২/৩৫।
আজকের খেলা ঃ টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমী ও ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)