লীগের খেলা যত শেষের দিকে ততই উত্তেজনা বাড়ছে। এ উত্তেজনা কে লীগে টিকে থাকবে তাই নিয়ে। গতকাল (বৃহস্পতিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৬ষ্ঠ রাউন্ডের তৃতীয় ম্যাচে সিদ্ধিরগঞ্জ হেরে গেছে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর কাছে ৫৪ রানে।
টেনশন তাদেরও থেকে গেল। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে সুযোগ দেয় সিদ্ধিরগঞ্জ অধিনায়ক শীতলক্ষ্যাকে। শুরু থেকেই আক্রমণাতœক ক্রিকেট খেলে দ্রæত রান উঠায় শীতলক্ষ্যার ছেলেরা। ৪৮.৪ ওভারে তারা ২৪৩ রান তোলে। এক সময় মনে হচ্ছিল রান সাড়ে তিনশ’র কোটা পার করবে।
কিন্তু তা হতে দেয়নি সিদ্ধিরগঞ্জের বোলাররা। ওপেনার সোহান ৫৯ রানে ফিরে গেলেও আশরাফুল করেছেন ৭০ রান। চয়ন ফিরেন ২৫ রানে। অধিনায়ক শাকিল করেন ১৯ রান। আমিনুল আউট হন ১৩ রানে। শরিফ করেন ১০ রান। সিদ্ধিরগঞ্জের রাব্বি ৩ উইকেট পান ২টি করে উইকেট পান নাদির ও নিরঞ্জন।
জবাব দিতে গিয়ে শুরুতেই হোচট খায় সিদ্ধিরগঞ্জ। শেষের দিকে নাদির মেরে খেলার চেষ্টা করেছেন। ৫০ রানে ফিরে গেলে তাদের জয়ের আশা তিরোহিত হয়। সাব্বির করেন ৩০ রান। রাব্বি ফিরেন ২১ রানে। সেলিম করেন ১৩ রান। মাহবুর ফিরেন ১২ রানে। সিদ্ধিরগঞ্জ অলাাউট ১৮৯ রানে। শীতলক্ষ্যার আশরাফুল,শিহাব ও আমিনুল ২ টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ঃ ২৪৩/১০(৪৮.৪ ওভার) আশরাফুল-৭০,সোহান-৫৯,চয়ন-২৫,শাকিল-১৯,আমিনুল-১৩,শরিফ-১০। অতিরিক্ত-২৪। রাব্বি-৩/৬৪,নাদির-২/২২,নিরঞ্জন-২/৪২।
সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী-১৮৯/১০(৪৮.৩ ওভার) নাদির-৫০,সাব্বির-৩০,সেলিম-১৩,রাব্বি-২১,মাহবুর-১২। অতিরিক্ত-২২। আশরাফুল-২/১৭,আমিনুল-২/৪৩,শিহাব-২/২৫।
পরবর্তী খেলা( ৪ ফেব্রæয়ারী) ঃ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও সাহারা ক্রিকেট ক্লাব।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)