1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ জয়ের দেখা পেয়েছে সাহারা ক্রিকেট ক্লাব - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৯ জুলাই ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বাবার জন্য নারায়ণগঞ্জ এর মানুষের কাছে দোয়া চাইলেন অয়ন ওসমান ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে অয়ন ওসমান এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা জাপা’র মিলাদ , দোয়া ও খাবার বিতরন  রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬ অপহরণকারী আটক  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের সাথে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ”র মতবিনিময় সভা-সম্পন্ন  ফ‌টো সাংবা‌দিক ‌মোক্তা‌র হোসেনের মাতার ইন্তেকা‌লে আজ‌মেরী ওসমা‌নের গভীর শোক না’গঞ্জ জেলা ও মহানগর ঐক‌্য প‌রিষ‌দের কর্মী স‌ম্মেলন অনু‌ষ্ঠিত পূর্বাচলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ জয়ের দেখা পেয়েছে সাহারা ক্রিকেট ক্লাব

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

বিরল এক রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জ জেলার ক্রিকেটে। ৬৯ রানে পরপর ৫ জন ব্যাটসম্যান আউট হয়েছেন। এ বিরল রেকর্ডের মালিক সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী! তাদের দু’ওপেনার ৬৯ রানে আউট হবার পর অরও তিনটা উইকেট পড়ে সেই ৬৯ রানে।

 

জেলা ক্রীড়া সংস্থার স্কোর বোর্ড ঘেটে এরকম ব্যাটিং বিপর্যয় দেখা যায়নি। সম শক্তির দুটি দলের খেলা ছিল গতকাল (সোমবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে। সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৫ম রাউন্ডের শেষ ম্যাচে সাহারা ১২ রানে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। খেলাটি হয়েছে বেশ। দু’দলই ৫০ ওভার করে ব্যাট করেছে।

 

দু’দলের উইকেটও পড়েছে ৯টি করে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করাবর সিদ্ধান্ত নেয় সাহারার অধিনায়ক। মিডলঅর্ডারে নেমে অলরাউন্ডার আতিক ও নাইমের জুটিতে ভাল স্কোর গড়ে সাহারা ক্রিকেট ক্লাব। আতিক ফিরেন ৮৭ রানে। নাইম করেন ৪৮ রান। শিহাব আউট হন ২০ রানে।

 

ওপেনার ইব্রাহিম করেন ১৮ রান। সামির করেন ২১ রান। তাদের বড় স্কোর এ অবদান ছিল সিদ্ধিরগঞ্জের অতিরিক্ত ৪৫ রান! ২৫৭ রান তোলে সাহারা ক্রিকেট ক্লাব ৫০ ওভারে। জবাব দিতে গিয়ে তারা যা করেছে তা শুরুতেই বলা হয়েছে। পরে নাদির খেলেছেন অসাধারণ ইনিংস।

 

তাকে ভাল সঙ্গ দেন সেলিম। নাদির ৮১ রানে আউট না হলে ম্যাচটা সিদ্ধিরগঞ্জ জিততেও পারতো। সেলিম করেন ৩৫ রান। আসাদুজ্জামান ফিরেন ২৮ রানে। আহমেদ ইমতিয়াজ আউট হন ৩১ রানে। সাব্বির করেন ২৪ রান। সাহারা ক্রিকেট ক্লাবের হয়ে ব্রাটিংএ পারদর্শিতা দেখানোর পর বোলিংএও তার যোগ্যতার প্রমাণ দেন আতিক। ৫ উইকেট তুলে নেন সিদ্ধিরগঞ্জের। জাহাঙ্গীর পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর ঃ সাহারা ক্রিকেট ক্লাব ঃ ২৫৭/৯(৫০ ওভার) আতিক-৮৭,নাইম-৪৮,আসাদুজ্জামান-২৮,আহমেদ ইমতিয়াজ-৩১,সাব্বির -২৪। অতিরিক্ত-২৯। শেখ সোহান২/১২,নাদির-২/৪৫,আসাদুজ্জামান-২/৬২।

সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী-২৪৫/৯(৫০ ওভার) নাদির-৮১,সেলিম-৩৫,আহমেদ ইমতিয়াজ-৩১,আসাদুজ্জামান-২৮,সাব্বির-২৪। অতিরিক্ত-২৯। আতিক-৫/৩০,জাহাঙ্গীর-২/৪২।

আজকের খেলা ঃ টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমী ও রেইনবো এ্যাথলেটিক ক্লাব।

সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL