বিশাল রানে চাপা পড়ে রেলিগেশনের পথে সাহারা ক্রিকেট ক্লাব। টস জিতে সাহারা ক্রিকেট ক্লাবের অধিনায়ক জাহাঙ্গীর রেইনবোকে ব্যাট করতে পাঠিয়ে কি ফায়দা নিতে চেয়েছিল তা বুঝা গেল না। ৩০০ রানের বোঝা মাথায় চাপিয়ে ৭১ রানে অলআউট।
গতকাল (বৃহস্পতিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ১৫তম দিনের খেলায় ২২৯ রানে জিতে রেইনবো লীগের শীর্ষে।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে নাইম করেছেন অসাধারণ সেঞ্চুরি। ৭৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ওপেনার সজল ফিরেন ৪৫ রানে। আফসার করেন ৩৩ রান। সাদ্দাম ১৮ রানে আউট হবার পর মাঠে নামেন নাইম। প্রথমে দেখেশুনে খেলার পর হাত খুলে মারতে থাকেন নাইম। ইমন ফিরেন ৪২ রানে। আবু তাওয়ামা আগের দিন সেঞ্চুরি করলেও এদিন ৩৪ রানে ফিরে যান।
সাহারার আরশ পান ২ উইকেট। ৩০০ রানের বিশাল স্কোর পার করার মত ব্যাটসম্যান সাহারাতে নেই। কারণ তারা আগের ৪ ম্যাচেই হেরেছে। ইব্রাহিম ১৬,তৈযব ১২ রান করেন। দলের বাকি ব্যাটসম্যনেরা আসা যাওয়ার মধ্যে থাকতেই সব উইকেট শেষ। বিশেষ করে রেইনবোর স্পিনার বিষ মাখানো বলে কেউই যুৎ করে উঠতে পারেনি। জুয়েলের বোলিং ফিগার ৬.১-৩-৭-৫। আবু সাইদ পান ৩ উইকেট । রাকিব তুলে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ রেইনবো এ্যাথলেটিক ক্লাব ঃ ৩০০/৫(৫০ ওভার) নাইম-১০১*,সজল-৪৫,ইমন-৪২,আবু তাওয়ামা-৩৪,আফসার-৩৩,সাদ্দাম-১৮। অতিরিক্ত-২৪। আরশ-২/২৩।
সাহারা ক্রিকেট ক্লাব-৭১/২(৩৬.৪ ওভার) ইব্রাহিম-১৬,তৈয়ব-১২। অতিরিক্ত-১৪। জুয়েল-৫/৭,আবু সাইদ-৩/২২,রাকিব-২/১৩।
আজকের খেলা ঃ ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)