সাবেক ফুটবলার মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  • সকাল নারায়ণগঞ্জঃ

 

 

জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সাবেক ফুটবলার মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

 

 

গতকাল (মঙ্গলবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স হলরুমে সাবেক জাতীয় ফুটবলার মোনেম মুন্নার ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

দোয়া মাহফিলে ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা,ক্রীড়া সংগঠক,প্রশিক্ষক,খেলোয়াড়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ায় মুন্নার বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়।

 

 

এবং জেলা ক্রীড়া সংস্থার যে সমস্ত কর্মকর্তাগণ ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়।

 

বর্তমানে ক্রীড়া সংস্থার যেসব কর্মকর্তাগণ অসুস্থ আছেন তাদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।