স্পিন বিষে জর্জরিত শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব হেরে গেল টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমীর কাছে। দিনের প্রথম ওভারের মাত্র ৩টি বল খেলা হয়েছে। শূণ্য রানে রান আউট ওপেনার আরাফাত।
সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেনি শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব। মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের ব্যাটসম্যানেরা যাচ্ছেতাই খেলেছেন। কমিটমেন্টের অভাব দেখা গেছে খেলোয়াড়দের মাঝে। তবে সকালে টস জিতে তাদের ব্যাট করতে পাঠিয়ে টার্গেটের অধিনায়ক বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন।
দু’দলের স্পিনারাই এদিন বেশ ভাল ফল পেয়েছেন। গতকাল (বৃহস্পাতিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৯ম দিনের খেলার পূর্ব দৃশ্য এটি। অধিনায়ক তুষার ফিরেন ২৪ রানে। এরপর মুন্না ১৯ এবং রনি ১২ রানে ফিরেন। এই হচ্ছে শীতলক্ষ্যা দলটির ব্যটিং। টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমীর আবিদ ৩টি এবং অভ্র নীল ও নাজমুল ২টি করে উইকেট পান। ১০৮ রানের জবাব দিতে গিয়ে এক পর্যায়ে তারাও শীতলক্ষ্যার স্পিনার মুন্নার তোপে পড়েন। দ্রæত ৩ উইকেট পড়ের গেলে সবাই নড়েচড়ে বসেন। মাঠে শাহরিয়ার তামিম ও রানা খান দৃঢ়তার পরিচয় দেন। রানা খান ৩২ রানে ফিরেন। তামিম করেন ৩০ রান। প্লাবন নেমে ২০ রানে অপরাজিত থাকেন। শীতলক্ষ্যার মুন্না পান ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব-১০৭/১০(৩২ওভার) তুষার-২৪,মুন্না-১৯,রনি-১২। অতিরিক্ত-১৪। আদিব-৩/১৩,অভ্র নীল-২/২০,নাজমুল-২/২৩।
টার্গেট গ্রæপ ক্রিকেট একাডেমী ঃ ১০৮/৫(২৭.৪ ওভার) রানা খান-৩২,শাহরিয়ার তামিম-৩০,প্লাবন-২০। অতিরিক্ত-৬। মুন্না-৪/২৮।
পরবর্তী খেলা(১২ ফেব্রæয়ারী) ঃ শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ও সাহারা ক্রিকেট ক্লাব।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)