সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব হারালো সিদ্ধিরগঞ্জ সি.এ কে

  • সকাল নারায়ণগঞ্জঃ 

 

 

প্রথম ম্যাচে হেরে চাপে পড়া শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব নবাগত সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে। ৫ উইকেটে জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে। গতকাল (সোমবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ৬ষ্ঠ দিনের খেলায় সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।

৪৬.১ ওভারে তারা ১৬৬ রান করতে সক্ষম হয় সব উইকেট হারিয়ে। বহিরাগত কোটায় খেলা মাহবুর করেন সর্বোচ্চ ৫৫ রান। তাকে ভাল সহায়তা দেন রবিউল হাসান। রবিউল করেন ২৬ রান। আগের দিনে দাপুটে ব্যাট করা নাদির করেন ১৫ রান।

আহমেদ ইমতিয়াজ ফিরেন ১৯ রানে। শীতলক্ষ্যার স্পিনার ফজলে রাব্বি পান ৩ উইকেট। তুষার,নয়ন ও মুন্না পান ২টি করে উইকেট। জবাব দিতে গিয়ে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ৩৬.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওয়াডাউনে নামা আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৬৪ রানে। ওপেনার ফাহিম করেন ৩৩ রান। আরাফাত ফিরেন ২১ রানে। তুষার আউট হন ১২ রানে। সিদ্ধিরগঞ্জের রুহুল আমিন পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর ঃ সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী-১৬৬/১০(৪৬.১ ওভার) মাহবুর-৫৫,রবিউল-২৬,আহমেদ ইমতিয়াজ-১৯,নাদির-১৫। অতিরিক্ত-২৬। ফজলে রাব্বি-৩/২৬,তুষার-২/১৪,নয়ন-২/১৭,মুন্না-২/২৮।

শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ঃ ১৬৭/৫(৩৬.২ ওভার) আব্দুল্লাহ-৬৪,ফাহিম-৩৩,আরাফাত-২১,তুষার-১২। অতিরিক্ত-২০। রুহুল আমিন-২/৫৪।

আজকের খেলা ঃ ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী।

সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)