সকাল নারায়ণগঞ্জঃ ৫’শ বোতল ফেনসিডিলসহ র্যাবের হাতে গ্রেফতার রমজান আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুননাহার ইয়াসমিনের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ওই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত রমজান আলী (৩২) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার বাসিন্দা।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বলেন, অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ফেনসিডিল ব্যবসায়ী রমজান আলীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে একদিন মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত,শুক্রবার (২৪ জানুয়ারি) সোয়া দুইটার দিকে র্যাব-১১ এর একটি দল মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫’শ বোতল ফেনসিডিল, নগদ ২৭ হাজার ৭শ টাকা ও মাদক বহনকারী একটি প্রাইভেটকারসহ রমজান আলীকে আটক করে।