1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সাবেক মেয়র আইভী  - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার বদলি স্থলাভিষিক্ত হবেন জসীম উদ্দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা নজরুল পদক ও সার্টিফিকেট প্রদান  এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান  মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূ রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সাবেক মেয়র আইভী 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৭ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।”

এর আগে, সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, “তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। তাকে আদালতে তোলার পর হত্যামামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”

এর আগে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে এগারোটার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল চুনকা কুটিরে যায়। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী সড়কে নেমে আসেন। তারা স্লোগান দেন, “রাতের আঁধারে আইভীকে নিয়ে যেতে দেব না।”

রাতভর পুলিশ বাড়ির ভেতর অবস্থান করে। ছয় ঘণ্টা পর সকালে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে তাকে ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL