সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।”
এর আগে, সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, “তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। তাকে আদালতে তোলার পর হত্যামামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”
এর আগে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে এগারোটার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল চুনকা কুটিরে যায়। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী সড়কে নেমে আসেন। তারা স্লোগান দেন, “রাতের আঁধারে আইভীকে নিয়ে যেতে দেব না।”
রাতভর পুলিশ বাড়ির ভেতর অবস্থান করে। ছয় ঘণ্টা পর সকালে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে তাকে ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।