সকাল নারায়ণগঞ্জ :
রাতভর অপেক্ষার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ৷
শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তিনি৷
নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী৷ ওই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি৷
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি টিম৷ গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতা-কর্মী পালালেও নিজ বাড়িতেই ছিলেন আইভী৷ তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন৷
এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন৷
পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাঁধার মুখে তারা পিছু হটেন৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সাথে কথাও বলেন৷ তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান৷ পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়৷ ছয় ঘন্টা পর স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন তিনি৷
তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাবার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন৷