সকাল নারায়ানগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কুমিল্লা কোতয়ালি থানার শাসনগাছা এলাকার ইউনুছ মিয়ার ছেলে মহাসিন মিয়া (২৮) এবং একই এলাকার মৃত বাহার মিয়ার স্ত্রী ফাতেমা বেগম আলোনী (৪২)। মহাসিন ও ফাতেমা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাতা বলে জানায় পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উুপজেলার সাইলো এলাকা থেকে
তাদেরকে
আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ৫ কেজি গাাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়ছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।