বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার শত্রুতা প্রাচীন। ২ বার জয়ী আর্জেন্টিনা। ২ বার নেদারল্যান্ডস। একটি ম্যাচ ড্র হয়ে শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের হাড্ডাহাড্ডি ম্যাচে যে দল জিতবে, ইতিহাস তৈরি হবে। শেষ চারে কি যেতে পারবে আর্জেন্টিনা! নাকি টেক্কা দেবে নেদারল্যান্ডস! একদিকে লিওনেল মেসি। আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিভা। অন্যদিকে নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডিক। মেসি বনাম ভ্যান ডিক দ্বৈরথের অপেক্ষায় প্রহর গুনছে ফুটবলবিশ্ব।
কোয়ার্টার ফাইনালে তিনের গেরোয় আটকে দুই টিম। বিশ্বকাপের ফাইনালে ৩ বার উঠেও হারতে হয়েছে নেদারল্যান্ডসকে। আর ১৯৭৮, ১৯৮৬, এই দুবছরের পর আর কোনও দিন বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। তৃতীয়বার দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার গুরুভার মেসির কাঁধে। কোয়ার্টার ফাইনালের সমীকরণ যদিও আলাদা। নেদারল্যান্ডস টিমের কডি গাকপো দারুণ ফর্মে আছেন। ফর্মে আছেন মেম্ফিস ডিপে, ডেনজেল ডামফ্রাইস, ডেলি ব্লাইন্ডের মতো ডাচ ফুটবলাররা।
এদিকে আর্জেন্টিনা টিমে গত ম্যাচে চোট পেয়ে টিমে ছিলেন না দি মারিয়া। জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টিমে থাকছেন না দি পলও। তবে কোচ লুইস ভ্যান গল মেসি, আলভারেজ বা অ্যালিস্টারদের নিয়ে আলাদা পরিকল্পনা করবেন। তাই সতর্ক কোচ লিওনেল স্কালোনিও।