সকাল নারায়ণগঞ্জঃ নরায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৩২ পিস চোরাই মোবাইল উদ্ধারসহ মরুল হাসান ওরফে রিপন (২০) নামে এক চোরাই মোবাইল বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক বিক্রেতা দোকান মালিক নবী হোসেন পালিয়ে যায় ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে শিমরাইল মোড় এলাকায় আমিরুন্নেছা সুপার মার্কেটে এ অভিযান চালানো হয়। উদ্ধ্বার হওয়া মোবাইলের বর্তমান বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা হবে জানিয়েছেন পুলিশ। আটককৃত রিপন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মজিবুর পাটোয়ারীর ছেলে।
জানা যায় আসামির একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো বিক্রি করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে শিমরাইলস্থ আমিরুন্নেছা সুপার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৩২টি স্মাট ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সদস্য এবং তারসাথে এই চক্রের আরো ৮ থেকে ১০ জন সদস্য জড়িত আছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রজু হয়েছে।