নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়ি থেকে আনুমানিক পাঁচ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মিজমিজি পূর্বপাড়া আবু তালেবের হোসাইনিয়া মাদরাসার সামনে থেকে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।
রনি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আলমগীর নামের এক পরিচ্ছন্নকর্মী পূর্বপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে গাড়িতে রাখার সময় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে সে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ফোন দেন। তিনি ফোনটি রিসিভ না করলে তার সহযোগী মাসুদকে বিষয়টি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে। আপনারা নবজাতকটি কবর দিয়ে দেন। পরে আমরা নবজাতকটি কবর দেই।
পরিচ্ছন্নকর্মী আলমগীর বলেন, আমি হোসাইনিয়া মাদরাসার আশেপাশের চারটি বাড়ি থেকে ময়লা নিয়ে যখন গাড়িতে রাখতে যাই তখন একটি পলিথিনে পেঁচানো অবস্থায় নবজাতকটি দেখতে পাই। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে স্থানীয়দের কাছে মরদেহটি রেখে আসি।
এ বিষয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ময়লার গাড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো ওয়ারিশ না থাকায় স্থানীয়ভাবে মরদেহটি দাফন করা হয়েছে।